Quantcast
Channel: Community Radio Lokobetar
Viewing all articles
Browse latest Browse all 31

পড়ুন : লোকবেতারের প্রতি ঘন্টার সংবাদ (25-09-2017)

$
0
0
Body: 

আসসালামু আলাইকুম।

আজ ২৫ সেপ্টেম্বর, ২০১৭ খ্রীষ্টাব্দ # ১০ আশি^ন, ১৪২৪ বঙ্গাব্দ, ০৪ মহররম, ১৪৩৯ হিজরী, সোমবার।

সংবাদ পাঠ করছি কাজী শেলিনা হোসেন।

প্রথমেই শুনবেন, সংবাদ শিরোনাম :
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনের দুর্গোৎসব। বরগুনায় গণসাক্ষরতা অভিযানের মতবিনিময়। পিরোজপুরে একজনকে পিটিয়ে হত্যা। কুয়াকাটায় নারীসহ পলাতক আসামী গ্রেফতার। কুইজের সঠিক উত্তর পাঠিয়ে জিতে নিন পুরস্কার।
    
শুনলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত :
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আগামীকাল শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বরগুনার ১৪৯টি পূজা মন্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ৩০ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে পূজা শুরু হবে এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনের এ উৎসব। এর আগে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে কল্পারম্ভ এবং বিকাল ৪টায় বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা স¤পন্ন হবে। এদিন সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত থাকবে সকল মন্ডপ এলাকা। ২৭ সেপ্টেম্বর মহাসপ্তমী, ২৮ সেপ্টেম্বর মহাঅষ্টমী ও কুমারী পূজা, ২৯ সেপ্টেম্বর মহানবমী বিহিত পূজা এবং বিজয়া দশমী ও দর্পণ বিসর্জন। মঙ্গল কামনায় এবার দেবীর আগমন হবে নৌকায় চড়ে এবং বিদায় নেবেন ঘোড়ায় চড়ে।

বরগুনায় আজ এডুকেশন ওয়াচ প্রতিবেদন-২০১৬ নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় সংগ্রাম বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি করেছেন। সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ। সভাপতিত্ব করেন, সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মাসুম। সভা পরিচালনা করেন, গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক। আলোচনা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবদুল খালেক, জেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মজিদ মিয়া, লেমুয়া কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুল আলম।

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমির বিরোধে প্রতিবেশীদের হামলায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছেন, পাতিলাখালী গ্রামের কাশেম আলী শেখের ছেলে নজরুল ইসলাম। নিহতের ভাই শাহাবুদ্দিন শেখ জানিয়েছেন, বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী হাবিবুর শেখ, হানিফ শেখ ও লুৎফর শেখের সঙ্গে তাদের বিরোধ চলছে। “বিরোধ মীমংসার জন্য রোববার সকালে পাঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন তাদের ২ ভাইকে ডেকেছিলেন। সেখানে যাওয়ার পথে লুৎফর ও হাবিবুর রহমান ১০/১৫ জন লোক নিয়ে ভ্যান থামিয়ে তাদের দুই ভাইকে মারধর করে।” নজরুলকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সোমবার সকালে ঢাকা নেবার পথে মারা যান। নাজিরপুর থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

ঝালকাঠির রাজাপুরে মাদক ব্যবসা ও হত্যার ঘটনায় জড়িত ৩ মামলার আসামিকে নারীসহ কুয়াকাটার আল্লারদান হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজার নেতৃত্বে রোববার রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন- রাজাপুরের গালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল আহসান খসরু তালুকদারের ছেলে রিয়াদ তালুকদার ও পলি বেগম। রিয়াদ তালুকদারের বাড়ি পুটিয়াখালী গ্রামে। পলি বেগম একই গ্রামের আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী ও ৩ সন্তানের জননী। রিয়াদ তালুকদার কুখ্যাত মাদক ব্যবসায়ী, হত্যা, সন্ত্রাসী, অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। রাজাপুর থানার ওসি-অপারেশন শেখ মুনীর উল গীয়াস জানিয়েছেন, রিয়াদের বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলাসহ অপরাধমূলক অনেক অভিযোগ রয়েছে। পলি বেগম তার বিশ্বস্ত সহচর। তাদেরকে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে।

উপকূলের কথা অনুষ্ঠানে গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন, বরগুনার আবদুল খালেক। গত সপ্তাহের কুইজ ছিলো, মাশরুম খেলে ডায়াবেটিক রোগীদের কি হয় ? যার সঠিক উত্তর ছিলো উপকার। এ সপ্তাহের কুইজ হচ্ছে, কোন ফলটি বারোমাস ফলে ? অপসন-এ: কলা, অপসন-বি : আম। আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পাঠানো যাবে কুইজের উত্তর। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজের উত্তর পাঠাতে, এসএমএস অপসনে গিয়ে প্রথমে লিখতে হবে-ইউকে। স্পেস দিয়ে লিখতে হবে, নাম ও ঠিকানা। তার পরে লিখতে হবে, সঠিক উত্তর এ অথবা বি। এসএমএস পাঠাতে হবে, ০১৭৮২৯৭৩৪৭৮ নম্বরে। চিঠি লিখেও পাঠানো যাবে কুইজের উত্তর। সেপ্টেম্বর মাসের রচনা : জলবায়ূ পরিবর্তনের প্রভাব। ৫০০ শব্দের মধ্যে লিখে এমাসের মধ্যেই লোকবেতারের ঠিকানায় পাঠিয়ে দিন। বিজয়ীরা পাবেন, রেডিও।

এবারে শুনবেন, আবহাওয়ার খবর :
মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দম্কা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৩৬.৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনি¤œ ছিলো রাঙ্গামাটিতে ২৩.৮ ডিগ্রী সেলসিয়াস। বরগুনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.৫ ডিগ্রী সেলসিয়াস। সর্বনি¤œ ছিলো ২৮ ডিগ্রী সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৪৮ মিনিটে।

এবারে শুনবেন খেলার খবর :
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যা¤িপয়নশিপের বাছাইয়ে স্বাগতিক কাতারকে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিক কাতারের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। রবিবার রাতে দোহার গ্রান্ড হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশের কিশোররা। তবে প্রথমার্ধের পর ৭০ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কর্নারে অনেকটা লাফিয়ে উঠে নেওয়া দীপক রায়ের হেডে বল ঢুকে প্রতিপক্ষের জালে। এর ঠিক ১১ মিনিট পর গোলের ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্বল শট নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরোয়ার্ড ফয়সাল। অবশেষে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।  

সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি।

সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ন সংবাদ জানাতে ফোন করুন : ০১৭৭-৫৫-৬৬-৪৪৫ নম্বরে।

সংবাদ পাঠ এখানেই শেষ করছি।

সম্পাদনায় ঃ মনির হোসেন কামাল, স্টেশন ম্যানেজার, লোকবেতার।

 


Viewing all articles
Browse latest Browse all 31

Trending Articles